শনিবার, ১ এপ্রিল ২০২৩
খবর
নবুর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ
2023-03-29 00:05:02
বিশেষ প্রতিনিধি

গোলাম নবী খোকনঃ

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ৮৭ নং নবুর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১২ মার্চ ২০২৩ ৪ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ৮৭ নং  নবুর কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিউদ্দিন সোহেল এর সভাপতিত্বে, সহকারী শিক্ষক খায়রুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফতেপুর পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আহসানুজ্জামান লুলু,কৃষিবিদ আলাউদ্দিন প্রধান, সাবেক ইউপি সদস্য বিল্লাল হোসেন,   প্রধান শিক্ষক শাজাহান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের সচিব দেওয়ান আব্দুল ওহাব, গোয়াল ভাঁওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজি কমিটির সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সাদেকুর রহমান, ইউপি সদস্য জহিরুল হক, আশরাফী বেগম সহকারী শিক্ষক রবিউল্লাহ, আব্দুস সালাম, সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস, তফুরা ইয়াসমিন, মুক্তা আক্তার, ফাতেমা বেগম প্রমূখ।