বুধবার, ১ মে ২০২৪
খবর
মতলব উত্তরে শ্রীরায়েরচর ব্রীজ ,দুর্ভোগের_নাম!
2019-09-15 06:54:00
মমিনুল ইসলাম

মতলব উত্তরে শ্রীরায়েরচর ব্রীজ ,দুর্ভোগের নাম!

যার পুর্বপারে কুমিল্লার দাউদকান্দি উপজেলা এবং পশ্চিমপাড়ে মতলব উত্তর উপজেলা। যখন ব্রিজ ছিলো না তখন খেয়া পারপার ছিল একমাত্র উপায়। তবে এখন ব্রীজ হওয়ার পরে যাতায়াতকারী যাত্রীদের সীমাহীন দূর্ভোগ। এখান দিয়ে যাতায়াতের একটাই পথ ব্রিজ কিন্তু এখানে খুব শক্তিশালী সিন্ডকেট তৈরি হয়ে গিয়েছে। সাধারন যাত্রীরা সরাসরি দাউদকান্দি থেকে সরাসরি মতলব উত্তরে গাড়ি নিয়ে যেতে পারে না বা মতলব উত্তরের কোন যাত্রী দাউদকান্দী গাড়ি নিয়ে যেতে পারে না কারন এপারের গাড়ী ওপারে গেলে যাত্রীদের নামিয়ে দিচ্ছে আবার ওপারের গাড়ি এপারে এলেও যাত্রীদের নেমে যেতে বাধ্য করছে এবং ওপারের গাড়িতে বাকি পথ যেতে বাধ্য করছে। এতে সীমাহীন দূর্ভোগে পড়ছে যাত্রীরা। এমন কি গর্ভবতী মা' কে নিয়েও সিএনজি/ইজিবাইক/লেগুনা দিয়ে হাসপাতালে যেতে দেয়া হচ্ছে না। যার কারনে রোগিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সিরিয়ালের নামে দুপারের গাড়ী থেকেই ১০ /২০ টাকা করে চাঁদা তুলছে সিন্ডকেট বাহীনি, দেখার কেউ নেই। অনেক টাকা খরচ করে সুন্দর একটা ব্রিজ হলো কিন্তু দূর্ভোগ গেলো না সাধারন মানুষের। এর কি শেষ হবে? ব্রীজের একপাড় থেকে অন্যপাড়ে ছোট বাচ্চা  নিয়ে যেতে খুব কষ্ট হয় ।তাছাড়া অসুস্থ্য কেউ থাকলে তো আরো কষ্ট। গাড়ি পরির্বতন করা লাগেজপত্র নিয়ে সত্যিই ঝামেলা যারা এই চক্করে পড়েছেন তারাই বুঝেছে কি দুর্ভোগ। এই ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জন্য যতাযত কর্তৃপক্ষের কাছে জোরালো দাবী জানাচ্ছেন এলাকার সাধারণ জনগন।