শনিবার, ৪ মে ২০২৪
খবর
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাজীপুর পাম্প হাউজে সেচ উদ্বোধন
2022-01-26 00:05:01

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবস্থিত দেশের অন্যতম সেচ প্রকল্প  মেঘনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণ বেরী বাঁধ। প্রত্যেক বছরের ন্যায় এবার ও  ইংরেজি নতুন বছরে ১লা জানুয়ারি উদ্দমদী পাম্প হাউজে সকাল ১০ টায় পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মোঃ সালাউদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার তিনি বলেল প্রকল্প আপনাদের, বাঁধ রক্ষা করার দায়িত্ব ও প্রকল্পের ছোট খাটো মেনটেনেন্স করার দায়িত্ব ও আপনাদের। আপনারা প্রকল্পের সুধি সমাজ, কৃষক / কৃষাণীরা বাঁধের জন্য আন্তরিক হউন, দেখবেন সামনের সময় গুলোতে বাধঁ আরো ভাল থাকবে। বাধেঁর ক্ষতি প্রকল্পের মানুষ দ্বারাই হয়। আমাদের কর্মকর্তারা এখানে এসে বাড়ি ঘর করে থাকেনা, আপনারাই এখানে থাকেন, বসবাস করেন। আপনারাই পারেন বাঁধ কে টেকসই রাখতে। দয়া করে বাঁধের ক্ষতির চেষ্টা না করে আসুন আমরা সবাই মিলে বাঁধ টাকে রক্ষা করি। এ ছাড়া বক্তব্য রাখেন উপ- বিভাগীয় প্রকৌশলী ওহেদুর রহমান ভুইয়া, এসও সালাউদ্দিন, ওভার শিয়ার মোছলেম উদ্দিন, ইছামতি পানি নশবস্হাপনা দলের সভাপতি শাজান প্রধান, এসটিএফ পানি ব্যবস্হাপনা দলের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাম নবী খোকন, বার গ্রাম পানি ব্যবস্হাপনা দলের সভাপতি ইয়াছিন মোল্লা, বাইশপুর দলের সভাপতি বাবুল মিয়াজী, একলাশপুর দলের সাধারণ সম্পাদক আয়েত আলী, নবুর কান্দি  দলের সাধারণ সম্পাদক চুন্নু মিয়া প্রমূখ। পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে  সেচ উদ্বোধন ও পানি ব্যবস্হাপনা ফেডারেশনের সভাপতি, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা এমএ কুদ্দুস এর রোগ মুক্তির জন্য দোয়া করা হয়।