সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
খবর
মতলব উত্তরে ব্যবসায়ীর মাথায় আঘাত করে ছিনতাই, অবশেষে আটক।
2024-02-19 00:05:02
স্টাফ রিপোর্টারঃ

গোলাম নবী খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ  ইউনিয়নের হাতি ঘাটা ক্যানেলের উপর এক ব্যবসায়ীর মাথায় আঘাত করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে । অবশেষে ছিনতাই কারী আটক হয়েছে । সরোজমিনে জানা যায় হাতি ঘাটা গ্রামের মরহুম শুকুর আলী মাষ্টারের ছেলে মোঃ কবির হোসেন (৫১) তিনি  সুজাতপুর বাজারে এজেন্ট ব্যাংকিং, বিকাশের দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে । প্রতি দিনের মত গত ০২ ফ্রেরুয়ারী রাত আনুমানিক আটটায় তার ব্যবসা পরিচালনা করে বাড়ি ফিরে ছিলেন, তার বাড়ির কাছাকাছি টরকী হাতি ঘাটা সেচ ক্যানেলে আসলে দুই তিন জন লোক এসে ব্যবসায়ী হুমাইয়ূন কবিরের মাথায় লাঠি দিয়ে আঘাত করে তার হাতে থাকা ব্যাগ নিয়ে ছিনতাই কারীরা চম্পট দেয়।

এ ব্যাপারে কবির ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে এক ছিনতাই কারী কে আটক করে ঘন পিটুনি দিয়ে আটকে রাখে। এ ঘটনা শুনে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক ঘটনাস্থল এসে ছিনতাই কারী কে হেফাজতে রেখে থানা পুলিশ কে খবর দেন, থানা পুলিশের এসআই আবু হানিফ ও মোজাম্মেল হক  সরোজমিন তদন্ত করে ছিনতাই কারী কে থানা পুলিশের হেফাজতে নিয়ে যায়।  ঘটনাস্থল থেকে ছিনতাইকারীর বক্তব্য অনুযায়ী তার নাম মোঃ আলামিন (৩৫) পিতাঃ আউয়াল মোল্লা গ্রাম ছোট দূর্গাপুর, মতলব উত্তর, চাঁদপুর। তিনি আরও একজনের নাম উল্লেখ করেন তার নাম ইয়াছিন, এছাড়া আর কোন ঠিকানা বলতে পারেন নাই, তিনি ছয় চাক্কার গাড়ি চালান বলে জানান, তিনি আরও জানান তার সাথের ইয়াছিন নামে যেই লোক তিনি ও নন্দলাল পুর ছয় চাক্কার গাড়িতে কাজ করেন বলে জানান। তার এলোমেলো বক্তব্যের কারনেই এলাকা বাসির ধারনা আটককৃত আলামিন একজন ছিনতাই কারী। তবে আলামিন পুলিশের কাছে বক্তব্য দেন সে ছিনতাইকারী নন, তাকে ইয়াছিন নামে ঐ লোক একটি অটোরিকশা যোগে হাতি ঘাটা টরকীতে আনেন। হাতি ঘাটা টরকীর আব্দুল মান্নান বেপারীর ছেলে হেলাল বেপারী (৫৩)  বলেন, তিনি নামাজ পরতে যাবেন, এসময় দেখে দুজন লোক দৌড় দিয়ে পালাচ্ছে আর এলাকা বাসি ডাকাত ডাকাত বলে ডাক চিৎকার দিচ্ছে। মানুষের চেচামেচির কারনে ছিনতাইকারী দু,জন দৌড়ে ক্যানেলের পানিতে পরে যায়। এ সময় হেলাল বেপারী আলামিন নামের এক ছিনতাইকারী কে আটক করেন। এদিকে ছিনতাই কারীর হাতে আহত হুমায়ুন কবির মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে । ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন, তার ব্যাগ নিয়ে গেছেন ছিনতাই কারী চক্র, ব্যাগে প্রায় ৪/৫ লক্ষ্য টাকা টাকা ও ৬ টি মোবাইল ছিল, এগুলি নিয়ে ছিতাকারীর দল চম্পট দেয়। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান ব্যবসায়ী হুমায়ুন কবির।

তবে এলাকা বাসি এ ঘটনার ব্যাপারে  ডাকাতি বলে আখ্যায়িত করেছেন। তবে মতলব উত্তর  থানার ভার প্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন খাঁন বলেন এ ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে, আলামিন নামে একজন আটক আছে, আলামিনের জবান বন্দি  অনুযায়ী আরও দু,জন পলাতক আছে একজন ইয়াছিন ও অপরজন শাহপরান, এদেরকে পাগড়াও করার জন্য থানা পুলিশের টীম তন্য তন্য করে খুজছে।